কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার এবং স্থানীয় কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। ইসরাইল ও হামাসের চলমান সংঘাতে হামাসের পক্ষে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদমাধ্যমটি বন্ধ করতে এ বিল পাস হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইসরাইলের পার্লামেন্ট নেসেটে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন হলে সংখ্যাগরিষ্ঠ এমপি সেটির পক্ষে ভোট দেন। পার্লামেন্টারি বিধি অনুযায়ী, বিলটি এখন ইসরাইলের সিকিউরিটি কেবিনেটে পাঠানো হবে এবং সিকিউরিটি কেবিনেট বিলটি যাচাই শেষে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বিল উত্থাপনের সময় খারহি বলেন, যুদ্ধের শুরু থেকে আলজাজিরা ইসরায়েলের বিরুদ্ধে উসকানিমূলক নিউজ পরিবেশন করছে। হামাস-আইএসসহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রোপাগান্ডা প্রচার করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে সহিংসতা উসকে দিচ্ছে।
বিলটি চূড়ান্ত পাস হলে আগামী ৩০ দিন ইসরাইলে সংবাদ সম্প্রচার ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখতে হবে আল জাজিরাকে। তবে কর্তৃপক্ষ যদি চায় সেক্ষেত্রে নিষেধাজ্ঞার এই মেয়াদ আরও ৩০ দিন বাড়াতে পারবে।