ট্যাংক নিয়ে গাজার সবচেয়ে বড় আল শিফা হাসপাতালে অভিযান চালাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। আজ বুধবার (১৫ই নভেম্বর) সকালে অভিযান শুরু করে তারা। এর আগে হামাসকে আত্মসমর্পণের আহবান জানায় দেশটি। সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।
ইসরাইল বলছে, হামাসের সদস্যরা গাজা শহরের স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে লুকিয়ে আছে, তাই এই অভিযান চালাচ্ছে। হাসপাতালের প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘আমরা হাসপাতালের ভেতরে ছয়টি ট্যাংক এবং শতাধিক কমান্ডো সৈন্যকে দেখেছি। কিছু সৈন্যকে আবার মুখোশ পরা ছিল। তারা হাসপাতালের প্রধান জরুরি বিভাগে ঢুকেছে।
হাসপাতালটির চিকিৎসকরা জানায়, এ ঘটনায় রোগী, বাস্তুচ্যুত মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
এদিকে গাজার হাসপাতালগুলো ব্যবহারের কথা অস্বীকার করেছে হামাস। তাদের অভিযোগ, ইসরাইল ভিন্নখাতে নেওয়ার জন্য এই অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, গত ৭ই অক্টোবর থেকে ইসরাইলের ক্রমাগত হামলায় এখন পর্যন্ত গাজায় ১১ হাজার ২০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরাইলের ১ হাজার ২০০ মানুষ নিহত হয়েছেন বলে দেশটি দাবি করেছে।