আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ (শনিবার) ভোরে আশুলিয়ার কাঠগড়া আমতলা মহল্লার আলি আহম্মদের ভাড়া বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, পোশাক শ্রমিক ইয়াসমিন তার দুই মেয়ে শিমু ও সোমাকে নিয়ে ওই বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। প্রতিদিনের মতো আজও ভোরে রান্না করার জন্য সিলিন্ডার গ্যাসের অটোচুলার সুইচ দেয়ার সাথে সাথে বিস্ফোরণ ঘটে।
এতে দগ্ধ হন পোশাক শ্রমিক ইয়াসমিন এবং তার দুই মেয়ে শিমু ও সোমা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠায়। দগ্ধদের মধ্যে মা ইয়াসমিন ও বড় মেয়ে শিমুর ৫০ শতাংশ এবং ছোট মেয়ে সোমার ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।