ঢাকার আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যার রহস্য উদ্‌ঘাটন হয়েছে। টাকাপয়সার লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় সাগর ও ঈশিতা নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব -৪)। সোমবার (২ অক্টোবর) গাজীপুরের শফিপুর এলাকা থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- মূলহোতা সাগর আলী ও তার স্ত্রী  ইশিতা বেগম।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। এ বিষয়ে মঙ্গলবার (৩ অক্টোবর) ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

এর আগে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ায় জামগড়া ইউনিক ফকিরবাড়ী মোড় এলাকায় পাঁচতলা বাড়ির চতুর্থ তলা থেকে শিশুসহ তিনজনের গলাকাট মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) ও তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)। শাহিদা বেগমের গ্রামের বাড়ি রাজশাহীতে। স্বামী-স্ত্রী দুজনেই আশুলিয়ায় পৃথক পোশাক কারখানায় চাকরি করতেন।

সে সময় স্থানীয়রা জানিয়েছিলেন, শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। তারপর দরজা খুলে বিছানার ওপর মা ও ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা। পরে বাড়ির মালিক ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ওই ফ্ল্যাটের পাশের ঘরে মোক্তার হোসেনের মরদেহ খুঁজে পায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী জানিয়েছিলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার ওপর মা ও ছেলের মরদেহ দেখতে পাই। পরে পাশের ঘর থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করেছি। ঘরে প্রচণ্ড দুর্গন্ধ। ধারণা করা হচ্ছে তিন দিন আগে তাদের হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছিলেন আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান।