ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আশুলিয়ায় ফেব্রিকসের গোডাউনে লাগা আগুন। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছ ফায়ার সার্ভিস। এর আগে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের সিনিয়র অফিসার শাহজাদী সুলতানা অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে আগুনে সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

জিরাব ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ‘আশুলিয়ার কাঠগড়া এলাকায় শ্রাবণী নিট ওয়্যার নামে একটি টিনশেড কাপড়ের গোডাউনে আগুন লাগার খবর পাই। পরে সাভারের দুটি, ডিইপিজেড ফায়ার স্টেশনে দুটি ও আমাদের স্টেশন (জিরাব) থেকে তিনটিসহ মোট সাতটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। তবে সম্পূর্ণ নেভেনি।’

তিনি আরও বলেন, ‘এতে কোনো হতাহত নেই। আগুন সম্পূর্ণ নেভানোর পর ক্ষয়ক্ষতিসহ আগুন লাগার কারণ জানা যাবে।’