গত বছরের নভেম্বরে আমেরিকা গিয়েছেন ঢালিউডের পোস্টার বয় শাকিব খান। করেছেন গ্রিন কার্ডের আবেদন। আর সে কারণে দীর্ঘ সময় ধরে দেশটিতে অবস্থান করছেন তিনি।

এরমধ্যে শোনা গিয়েছিল ঈদ করতে ২৫ এপ্রিল ঢাকায় আসছেন এই তারকা। কিন্তু নতুন খবর হলো, সহসাই দেশে ফিরছেন না তিনি। আর তাই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ঈদ করবেন এই শিল্পী।

দেশটিতে নির্মিতব্য তার নতুন ছবি ‘রাজকুমার’ সংশ্লিষ্ট একাধিকজনের সঙ্গে কথা বরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শাকিবের ঘনিষ্ঠ একজন জানান, জুলাই থেকে ছবিটির শুটিং শুরু হবে। তার আগে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। যা ইতোমধ্যে শুরু করেছেন ছবিটির প্রযোজক শাকিব খান নিজে। তাই এরমধ্যে দেশে যাওয়ার পরিকল্পনা নেই তার।

পাশাপাশি এও জানা যায়, ঈদের আগে দেশে এসে শাকিবের উদযাপনের কথাটা কৌশলগত কারণে ছড়ানো হয়েছিল। কারণ ‘আগুন’, ‘লিডার’সহ বেশ কিছু কাজ আটকে আছে শাকিবের জন্য।

জানা যায়, ঈদের পর জুলাইয়ের প্রথম সপ্তাহে আমেরিকার বঙ্গ সম্মেলনে অংশ নেবেন শাকিব খান। এরপর শুরু করবেন ‘রাজকুমার’ ছবির শুটিং। যা চলবে আগস্ট অবধি। এরপর ডাবিংসহ সম্পাদনায় শাকিব নিজে উপস্থিত থাকবেন। আর হিমেল আশরাফ পরিচালিত এ ছবিটি মুক্তি পাবে বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর।

অন্যদিকে, আরেকটি সূত্র জানাচ্ছে, গত নভেম্বরে নিউ ইয়র্কে চ্যানেল আইয়ের অনুষ্ঠানে শাকিব কথা দিয়েছিলেন ছবি তৈরি করে সে দেশে মুক্তি দেবেন। এবং তিনি নিজে বসে দেখবেন। তাই ধরেই নেওয়া যায়, বিভূঁইয়ে নিজের ছবি দেখেই ফিরবেন এই শীর্ষ তারকা। তাই চলতি বছর তার দেশে আসার সম্ভাবনা ক্ষীণ!

উল্লেখ্য, গত ২৮ মার্চ শাকিবের জন্মদিনে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশন হয় ‘রাজকুমার’ ছবির মহরত। এতে নায়কের বিপরীতে অভিনয় করছেন মার্কিন মঞ্চশিল্পী কোর্টনি কফি। শাকিবের এসকে ফিল্মসের সঙ্গে এর সহযোগী প্রযোজক হিসেবে আছেন আমেরিকা প্রবাসী জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।