এ বছরই আসছে অ্যাপলের নতুন আইপ্যাড-প্রো। ইতিমধ্যে নতুন আইপ্যাড-প্রো মুক্তির তারিখ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। তাদের দাবি, এ বছর মে মাসের শুরুতে বাজারে পাওয়া যাবে নতুন আইপ্যাড।

তবে এ বিষয়ে মুখে কুঁলুপ এটেছে টেক জায়ান্ট অ্যাপল। বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তাঁরা। ব্লুমবার্গ জানায়, এবছর মার্চের শেষ দিকে অথবা এপ্রিলের শুরুতে আইপ্যাডগুলো বাজারে ছাড়তে চেয়েছিলো অ্যাপল। কিন্তু আইওএসের কিছু সফটওয়্যারের কাজ বাকি থাকায় বাঁধে বিপত্তি। পিছিয়ে যায় মুক্তির তারিখ।

নতুন আইপ্যাড প্রো মডেলগুলিতে অ্যাপলের সর্বশেষ এম-৩ চিপ ব্যবহার করা হবে। থাকবে ম্যাজিক কীবোর্ড। নতুন আইপ্যাড প্রো মডেলগুলিতে অ্যাপল পুনরায় ফিরিয়ে আনতে চলেছে পেন্সিল।

এদিকে আগামী ১০ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অ্যাপল বিশ্বব্যাপী ডেভেলপার্স কনফারেন্স করার ঘোষণা দিয়েছে। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।