জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের নতুন গান প্রকাশ হয়েছে। গানের শিরোনাম ‘মিথ্যা বলতে পারি না’। গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তরুণ গায়িকা মিমি।

জনপ্রিয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ঈদ আয়োজনের অংশ হিসেবে প্রকাশ করেছে এই গানটি। গানটির কথামালা সাজিয়েছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন নাজির মাহমুদ আর সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। ইয়ামিন ইলান বানিয়েছেন গানটির ভিডিও।

গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘মিথ্যা বলতে পারি না’ একটি রোমান্টিক ঘরনার গান। মিমির গায়কী আমাকে মুগ্ধ করেছে। আশা করছি শ্রোতাদেরও মুগ্ধ করবে।

মিমি জানালেন, আসিফ ভাইয়ের সাথে গান গাওয়ার অভিজ্ঞতা দারুণ। আমার বিশ্বাস আসিফ ভক্তরা ভিন্ন ধারার একটি গান পেলেন। গানটি প্রকাশের পর শুভাকাঙ্ক্ষীরা সাধুবাদ জানাচ্ছে।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ‘মিথ্যা বলতে পারি না’ গানটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছে দর্শক-শ্রোতা। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশী ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।