নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের মধ্যে দপ্তর বণ্টন করে দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দায়িত্ব গ্রহণ শেষে রোববার (১১ আগস্ট) প্রথমবারের মতো সচিবালয়ে অফিস শুরু করলেন আসিফ। এসময় তাকে বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ ছাড়াও অন্যান্য কর্মকর্তারা। পরে নিজের রুমে উর্ধ্বতন সব কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন এই ক্রীড়া উপদেষ্টা।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া অফিস করে সাংবাদিকদের জানান, বিসিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সেখানে চাইলেই যা ইচ্ছা করা সম্ভব নয়। আইনের মধ্যে থেকে করণীয় সবকিছু করা হবে। আইসিসির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে অন্তর্বর্তী কাউকে দায়িত্ব দেয়া যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রসঙ্গে তিনি বলেন, অটোনোমাস বডির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে বাফুফেকে পরিবর্তন করা হবে।
এসময় তিনি জানান শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে এটির নাম বাংলাদেশ যুব উন্নয়ন কেন্দ্র।
তিনি বলেন, হাজারও ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে মারা গেছেন। এরসাথে শেখ হাসিনা সরাসরি জড়িত। তাই তার নাম মুছে দেয়া হবে যুব উন্নয়ন কেন্দ্র থেকে। এছাড়া, অন্য যেসব জায়গায় তার নাম আছে, তাও ধীরে ধীরে পরিবর্তনের কথা জানান তিনি।