নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আমাদের নির্বাচন ব্যবস্থার উপর আস্থার ঘাটতি আছে। সেটি ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

বিগ্রেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বৈঠকে নির্বাচনের সময় নিয়ে আমরা আলোচনা করিনি। নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় সে বিষয়ে আলোচনা করেছি।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনব্যবস্থার ওপর আস্থার ঘাটতি আছে। সেটি ফিরিয়ে আনতে হবে। যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি, সেখান থেকে কীভাবে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা যায়। আপনারাও জানেন প্রেক্ষাপট, আমরাও জানি। মেজর ডেফিশিয়েন্সিগুলো (বড় ঘাটতি) নিয়ে আলোচনা হয়েছে।’

ইসির চোখে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বড় ঘাটতিগুলো কী—এমন প্রশ্নের জবাবে কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘আমাদের সবচেয়ে বড় ডেফিশিয়েন্সি হচ্ছে নির্বাচনব্যবস্থার ওপর আমাদের আস্থার ঘাটতি। সেটা ফিরিয়ে আনতে হবে।’