জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে এখন পর্যন্ত ৩০ জনকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ড পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসক দলসহ এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে৷

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এবার সিঙ্গাপুরের বিশেষজ্ঞদল এসেছেন চিকিৎসা দিতে। এর মধ্যে তারা রাজধানীর পঙ্গু হাসপাতালে আহতদের পরীক্ষা-নিরীক্ষা করেন। গণঅভ্যুত্থানে আহতদেরকে চিকিৎসা দিতে এর আগে পাঁচটি দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশে এসেছিলেন। মুসা নামের আহত একজনের চিকিৎসায় ৬ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় হয়েছে।

তিনি আরও বলেন, আহত নিহতদের বিদেশে চিকিৎসার জন্য এখন পর্যন্ত ১৬ কোটি টাকা খরচ হয়েছে। এ খরচ শুধুমাত্র ১৫ জনের জন্য। চিকিৎসার জন্য এখন পর্যন্ত পাঠানো হয়েছে ২০ কোটি টাকা। আরও কত টাকা লাগতে পারে সে হিসেব এখনও হয়নি।