ঘরের মাঠে বিশ্বকাপে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠার আশা বাঁচিয়ে রাখলো বর্তমান চ্যাম্পিয়নরা। সুপার টুয়েলভের ম্যাচে আজ গ্রুপ ‘ওয়ান’ এর ম্যাচে আইরিশিদের ৪২ রানে হারায় অজিরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রানের লক্ষ্য ছুড়ে দেয় ফিঞ্চবাহিনী। জবাবে সব উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।
আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। দলীয় ৮ রানের মাথায় বিদায় নেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এরপর মিচেল মার্শকে নিয়ে জুটি গড়েন অ্যারন ফিঞ্চ। ৫২ রানের এ জুটি ভাঙে মার্শ ২২ বলে ২৮ করে বিদায় নিলে। এরপর ৮৪ রানের মাথায় ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল।
তবে অন্যপ্রান্তে আগলে রানের গতি বাড়ান ফিঞ্চ। চতুর্থ উইকেটে স্টয়নিসকে নিয়ে গড়েন ৭০ রানের জুটি। ৪৪ বলে ৬৩ রানের সময় ফিঞ্চ বিদায় নেওয়ার পর ফেরেন ২৫ বলে ৩৫ করা স্টয়নিসও। শেষদিকে টিম ডেভিডের ১৫ রানের সুবাদে ১৭৯ রানের ভিত পায় অজিরা।
আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩উইকেট শিকার করেন ব্যারি ম্যাকার্থি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে আয়ারল্যান্ড। চার ওভারের মধ্যেই সাজঘওে ফেরেন পাঁচ ব্যাটসম্যান। তবে এরপর প্রতিরোধ গড়েন লোরকান টাকার। এই ব্যাটার একাই টেনে নেন দলকে। গ্যারেথ ডিলানি আর মার্ক আদারের সাথে জুটি গড়ে দলকে নিয়ে যান সম্মানজনক স্থানে।
টাকার ৪৮ বলে করেন ৭১ রান। আয়ারল্যান্ড ১৮ ওভার ১ বলে থামে ১৩৭ রানে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা নেন দুইটি করে উইকেট। এই জয়ের ফলে সেমিফাইনালের আশা বেঁচে থাকলো অস্ট্রেলিয়ার।