আওয়ামী লীগের বিচার, তাদের নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২২ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ শুরু করে তারা। এ সময় আন্দোলনকারীরা দফা এক, দাবি এক, লীগ নট কাম ব্যাক স্লোগান দিতে থাকে।
এসময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংগঠন ওরিয়র্স অব জুলাই। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
কর্মসূচিতে রাজধানীর শনির আখড়ার বাসিন্দা রাজু আহমেদ বলেন, আওয়ামী লীগ এ দেশে যা করেছে তা উল্লেখ করার কিছু নেই। দেশের মানুষের প্রতি যে জুলুম তারা করেছে তারপর তাদের আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না। বরং তাদের প্রত্যেকটা অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে।
এ প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী অর্ণব হোসেন জানান, জুলাই মঞ্চ গত ১৮ ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে। গতকাল রাতে শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে এ মঞ্চ শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করে।
তিনি জানান, এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেছে। ক্রমান্বয়ে এতে আওয়ামী লীগ বিরোধী অনেকেই অংশ নেবে। এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে। তারপর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।