আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ (মঙ্গলবার) সকালে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সরকারের উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। সর্বক্ষেত্রে বিপর্যয় নেমে এসেছে। গণতন্ত্রহীনতা এবং মানবাধিকারের অনুপস্থিতিতে দেশের বিভিন্ন সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

খন্দকার মোশাররফ বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যতদ্রুত তাদের বিদায় করা যায় জনগনের জন্য ততোই মঙ্গল হবে। সরকার আপোষে ক্ষমতা ছাড়বে না। তাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।