চতুর্মুখী চাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ দিশেহারা, তারা চোখে-মুখে অন্ধকার দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ জেগে উঠেছে দাবি করে তিনি বলেছেন, সরকারের পতন ছাড়া মানুষ ঘরে ফিরবে না।শুক্রবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ তিনি এ মন্তব্য করেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে এই সমাবেশ করে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, ‘এই অবৈধ সরকার জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। দিশেহারা হয়ে অসংলগ্ন কথা বলছে আওয়ামী লীগ। চতুর্দিকে তারা অন্ধকার দেখছে। তারা দেশের মানুষ, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু।’

দেশের মানুষ জেগে উঠেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে দেশের মানুষ জেগে উঠেছে। তাদের (সরকার) পদত্যাগের দাবিতে যার নেতৃত্বে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, ভোটাধিকার পাবার জন্য দিনের পর দিন আন্দোলন করেছে, তিনি তারেক রহমান।

‘যখন পতন অবশ্যম্ভাবী তখন ক্যারিকেচার করে লাভ নেই। সরকারের সময় শেষ। তাদের পতন ছাড়া মানুষ ঘরে ফিরবে না।’

fakhrul2

আওয়ামী লীগকে সরানোর সংকট শুধু বিএনপির সংকট নয়, গোটা জাতির সংকট মন্তব্য করে তিনি বলেন, ‘দুর্বার প্রতিরোধ গড়ে তুলে এই দানবকে পরাজিত করতে হবে। যুক্তরাষ্ট্র ভারত কী বলল, তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। জনগণ বলছে, এই সরকারকে বিদায় করতে হবে।’

তারেক ও জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতাবলে তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায় হয়েছে। অথচ শেখ হাসিনা ও তার দলের নেতা-কর্মীর বিরুদ্ধেও প্রচুর মামলা ছিল। তারেক রহমানের সহধর্মিণী, যার পারিবারিক সম্পত্তি ১০ হাজার কোটি টাকা, তাকে ৩৫ লাখ টাকার মামলা দেওয়া হয়েছে।’

BNP2

ফখরুল বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানকে মামলা দিয়েছে, কীসের? দুর্নীতির! আজকে যিনি অবৈধ ক্ষমতা দখল করে আছেন, তার বিরুদ্ধে প্রচুর মামলা ছিল দুর্নীতির। সেগুলো তো এই বিচারব্যবস্থাকে ব্যবহার করে পাঠিয়ে দিয়েছেন। পত্রপত্রিকায় তার দুর্নীতির ব্যাপারে বহু ছাপা হয়েছে। তিনি পিঠে দিয়েছেন কুলো, কানে দিয়েছেন তুলো।’