প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। দেশের মতো জাতীয় সংসদ ভবনেরও উন্নয়ন করেছে সরকার। আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা চায় বলে জানিয়ে তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির জন্য গণতন্ত্র ও স্থিতিশীল পরিবেশ প্রয়োজন।
বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এর আগে যারা ক্ষমতায় ছিল তারা সংসদ ভবনকে জরাজীর্ণ অবস্থায় রেখে গিয়েছিল। ভাঙাচোরা এবং বিধ্বস্ত অবস্থায় সমস্ত আসবাবপত্র এবং চেয়ার রেখে গিয়েছিল। আমরা সেগুলো ঠিক করেছি।
সংসদ নেতা বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট অফিস দরকার। আজকে সংসদে স্মার্ট অফিস তৈরি হয়েছে, সে জন্য সবাইকে ধন্যবাদ জানাই।
বাংলাদেশে যেন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে সেজন্য সবার সহযোগিতা চান শেখ হাসিনা। গণতান্ত্রিক এবং স্থিতিশীল পরিবেশ বজায় না থাকলে দেশের উন্নয়ন সম্ভব হতো না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
এরআগে জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় এই নতুন কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে শেখ হাসিনাকে ফুল দিয়ে স্বাগত জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সংসদ উপনেতা মতিয়া চৌধুরীসহ মন্ত্রিপরিষদ সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইফ, হুইফরা। এ সময় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংসদের নতুন অফিসের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ আমরা ঘোষণা দিয়েছি, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট অফিস দরকার। সংসদের এ অফিসটা স্মার্ট অফিস হিসেবে তৈরি হয়েছে।
তিনি বলেন, কাজ করার জন্য একটা সুন্দর পরিবেশ দরকার। সুন্দর পরিবেশে সবাই কাজ করলে কাজের গতিও বাড়ে, কাজের উৎকর্ষ সাধন হয়। ভালো পরিবেশে ভালো চিন্তা হয়।