কেভিন ডি ব্রুইনার চার গোলের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগে বিশাল জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গতরাতে উলভসের বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে গার্দিওলার দল। এই জয়ে শিরোপার আরো কাছে চলে গেছে বতর্মান চ্যাম্পিয়নরা। ম্যাচে একাই চার গোল করেছেন সিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন। অপর গোলটি করেছেন রহিম স্টার্লিং।
এই জয়ে ৩৬ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে আছে সিটি। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮৬। হাতে থাকা দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট আদায় করতে পারলেই সিটির ঘরে উঠবে শিরোপা।
গতরাতে প্রতিপক্ষের মাঠে সপ্তম মিনিটেই এগিয়ে যায় সিটি। বের্নার্দো সিলভার পাস থেকে চমৎকার আড়াআড়ি শটে জাল খুঁজে নেন ডে ব্রুইনে। মিনিট চারেক পরই সমতায় ফেরে উলভারহ্যাম্পটন। ডি বক্সের বাইরে থেকে লক্ষ্যভেদ করেন ডেনডোনকার।
পাঁচ মিনিট পরই আসে ম্যাচের তৃতীয় আর ডি ব্রুইনের দ্বিতীয় গোল। এর ঠিক ৮ মিনিট পর মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেন বেলজিয়ান মিডফিল্ডার ব্রুইনে। ৩-১ এ এগিয়ে বিরতিতে যাওয়া সিটি পরের গোলটি পায় ৬০তম মিনিটে।
এবারও লক্ষ্যভেদ করেন সেই ডি ব্রুইনে। তাতে ক্যারিয়ারে প্রথমবারের মতো দেখা পান চার গোলের। ম্যাচ যখন শেষের দিকে গড়াচ্ছিল তখন উলভারহ্যাম্পটনের চাপ বাড়ান রহিম স্টার্লিং। তার গোলের সুবাদে ৫-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।