ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত আইবিএস ওয়ার্ল্ড-২০২৩ গেমসে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩২ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।
বার্মিংহামের কিং অ্যাডওয়ার্ডস স্কুল মাঠে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে ৮১ রানের ঝোড়ো ইনিংসে বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেন মোহাম্মদ সালমান। এতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রানের বিশাল লক্ষ্য পায় বাংলাদেশ।
জবাবে রান তাড়ায় বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড ব্লাইন্ড ক্রিকেট দল। দলের ৬ ব্যাটার ফিরেছেন রানআউটে। ৫১ রানের প্রতিরোধ গড়েও দলকে জেতাতে পারেনি ওপেনার সাগ।
মঙ্গলবার (২২ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট দলের মুখোমুখি হবে বাংলাদেশ। গত ১৮ আগস্ট থেকে শুরু হওয়া দশ দিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৭ আগস্ট।