ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ খেলায় জিতে বাংলাদেশ হোয়াইট ওয়াশ এড়ালেও, দলের অনেক উন্নতি প্রয়োজন বলে জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। সাকিব আল হাসানের অসাধারণ পারফরম্যান্সে ইংল্যান্ডের বিপক্ষে জয় এসেছে বলেও চট্টগ্রামে ম্যাচ শেষে সাংবাদিকদের জানান তিনি। এদিকে, ম্যাচ হারলেও সিরিজ জেতায় খুশী ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। খেলা শেষে তিনি জানান, এই সিরিজ থেকেই ইংলিশরা বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি নিয়েছে।

একদিনের ক্রিকেটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার অপেক্ষাটা আরো বাড়লো বাংলাদেশ দলের। ক্রিকেটের কোন ফরম্যাটেই ইংলিশদের বিপক্ষে বাংলাদেশ এখনো সিরিজ জিততে পারেনি। নিজেদের মাঠে সদ্য শেষ হওয়া একদিনের সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হেরেছে ইংলিশদের কাছে।

সিরিজ হারলেও বাংলাদেশের জন্য স্বস্তি হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানো। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। যা ক্রিকেটের এই ফরম্যাটে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। সাকিব আল হাসান ব্যাট বলে দুর্দান্ত নৈপুন্য দেখিয়েছে, যার কারণে এই জয়টা এসেছে। তবে সামনের দিনগুলোতে সাফল্য পেতে হলে দলে অনেক উন্নতি প্রয়োজন বলে জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

চলতি বছর অক্টোবরে ভারতে হবে ওয়ানডের বিশ্বকাপ ক্রিকেট। এই সিরিজ দিয়েই বিশ্বকাপ ক্রিকেটের প্রস্তুতি সেড়ে নিয়েছে ইংল্যান্ড। তাই শেষ ম্যাচে হারলেও এর থেকে অনেক কিছু শেখার রয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক জস বাটলার।

আগামী ৯ই মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টি- টোয়েন্টি ম্যাচ।