বরিশাল সদরের ইউএনও’র বাসভবনে হামলা ও সহিংসতার ঘটনায় ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শনিবার  বিকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বরিশাল সদর এলাকায় হামলা ও সহিংসতার ঘটনায় দুটি মামলা দায়ের হয়। এই দুই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন শেখ সাঈদ আহমেদ মান্না। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুরের শিয়া মস‌জিদ এলাকার বো‌নের বাসা থে‌কে কাউন্সিলর মান্নাকে ডি‌বি প‌রিচ‌য়ে তুলে নেওয়ার অভিযোগ করে তার পরিবার।

মান্না‌ ব‌রিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ইউএনওর বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় করা পুলিশের মামলার ২ নম্বর আসামি।