ফ্রান্সেস টিয়াফোকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন কার্লোস আলকারেজ।শনিবার দ্বিতীয় সেমিফাইনাল ৩-২ সেটে জয় পায় আলকারেজ। আগামীকাল রোববার শিরোপার লড়াইয়ে তার প্রতিপক্ষ ক্যাস্পার রুড।

ম্যাচে হাড্ডাহাডি লড়াই হয়েছে টিয়াফো ও আলকারেজের মধ্যে। প্রথম সেট ৭-৬ গেমে জিতে লিড নেন যুক্তরাষ্ট্রের টিয়াফো। টাইব্রেকে ৮-৬ ব্যবধানে এই সেট জেতেন তিনি।

তবে পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান আলকারেজ। দ্বিতীয় সেটে ৬-৩ ও তৃতীয়টি ৬-১ গেমে জিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেন এ স্প্যানিশ তারকা। তবে চতুর্থ সেট টিয়াফো জেতেন ৭-৬ গেমে। এবার টাইব্রেকের ব্যবধান ছিল ৭-৫ পয়েন্টের।

পরে ম্যাচ নির্ধারণী শেষ সেটে অবশ্য দাঁড়াতে পারেননি টিয়াফো। দারুণ খেলে ৬-৩ গেমে জিতে ম্যাচ নিজের করে নেন আলকারেজ। যার সুবাদে পেয়ে যান ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম শিরোপার লড়াইয়ে নামার টিকিট।

ইউএস ওপেনের গত আসরে এই শিরোপা ওঠেন রাশিয়ার তারকা দানিল মেদভেদের হাতে।