ইতিহাস গড়ে ইউএস ওপেন জিতে নিয়েছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। একইসাথে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে উঠে এসেছেন র‌্যাংকিংয়ের শীর্ষে।

মাত্র ১৯ বছর বয়সী আলকারাজ রোববার রাতে ছেলেদের এককের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুদকে ৬-৪, ২-৬, ৭-৬ ৬-৩ গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম জেতেন।

২০০৫ ফ্রেঞ্চ ওপেন ১৯ বছর বয়সে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন রাফায়েল নাদাল। একই বয়সে গ্র্যান্ড স্লাম জয়ের নজির গড়লেন আলকারাজ। এছাড়া, টুর্নামেন্টে সর্বোচ্চ সময় কোর্টে কাটানোর রেকর্ড গড়েছেন আলকারাজ।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম সেটটি ৬-৪ এ জিতে যান স্প্যানিশ তরুণ আলকারাজ। তবে দ্বিতীয় সেটে দুরন্ত প্রত্যাবর্তন করেন রুদ। দুর্দান্ত সব শটে ৬-২ এ সেটটি জিতে নেন। এরপর তৃতীয় সেটে হলো হাড্ডাহাড্ডি লড়াই। শুরুতেই রুদ সার্ভিস ব্রেক করলেও তৃতীয় সেট টাইব্রেকারে ৭-৬ (৭-১) জিতে যান আলকারাজ। আর চতুর্থ সেটে ৬-৩ এ ছয় ছিনিয়ে নিয়ে প্রথম গ্রান্ড স্ল্যাম শিরোপা জয়ের আনন্দে ভাসেন আলকারাজ।

মিয়ামি, মাদ্রিদ, রিও ও বার্সেলোনায় মাস্টার্স জয়ের পর এ বছর ইউএস ওপেন দিয়ে পঞ্চম ট্রফি জিতলেন আলকারাজ।