বছরের শেষ গ্র্যান্ড স্লাম টেনিস টুর্নামেন্ট ইউএস ওপেন টিনিসে এবারের শিরোপা জিতেছেন ইতালির ইয়ানিক সিনার। ২০০৯ সালের পর ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন যুক্তরাষ্ট্রের কেউ, টেলর ফ্রিটজের এমন সাফল্যে উচ্ছ্বসিত ছিলেন স্বাগতিক সমর্থকরা। ফাইনালে গ্যালারিতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের হয়ে পুরুষ এককে সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জেতা অ্যান্ডি রডিকও।

নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিডো টেনিস কোর্টে ফাইনালে ইয়ানিক সিনার ৩-০ সেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রের টেলর ফিট্জকে। খেলার প্রথম দুই সেটে ৬-৩ ও ৬-৪ গেমে জিতে আগেই এগিয়ে যায় সিনার। তৃতীয় সেট টাইব্রেকারে গড়ালে ফ্রিট্জকে ৭-৫ গেমে হারায় ২৩ বছর বয়সি সিনার।

২৩ বছর বয়সী সিনারই প্রথম ইতালিয়ান, যিনি ইউএস ওপেন এককে শিরোপা জিতলেন।

এর আগে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন তিনি। একই মৌসুমে দুইটি গ্র্যান্ড স্লাম জেতা দ্বিতীয় ইতালিয়ান টেনিস খেলোয়াড় তিনি। চলতি মৌসুমে এটি সিনারের ৫৫অতম ম্যাচ জয় এবং ষষ্ঠ শিরোপা।

নিজের দারুণ এই সাফল্যের দিনে সিনার স্মরণ করেছেন তাঁর অসুস্থ আত্মীয়াকে। শিরোপা জয়ের পর তিনি বলেন, ‘আমার আন্টির শরীর ভালো নেই। আমি জানি না তিনি কত দিন বাঁচবেন। আমার জীবনে তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমার যদি একটিই চাওয়া থাকে, সেটি হচ্ছে তাঁর সুস্থ হয়ে ওঠা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি সম্ভব নয়।’

download

এদিকে টেলরের জন্য এই ম্যাচটি ছিল যুক্তরাষ্ট্রকে আরও একবার গৌরবান্বিত করার সুযোগ। তবে শেষ পর্যন্ত তা করতে পারেননি র‍্যাঙ্কিংয়ে ১২ নম্বরে থাকা এই তারকা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি জানি আমাদের দেশের মানুষ অনেক দিন ধরে একজন চ্যাম্পিয়নের অপেক্ষা করছে। আমি দুঃখিত যে এ বেলায় আমি সেটা পারলাম না।’