তিউনিশিয়ার তারকা ওন্স জাবেউরকে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেন টেনিসের শিরোপা জিতেছেন পোলিশ তারকা ইগা সোয়াটেক।

শনিবার রাতে নারী এককের ফাইনালে নিউইয়র্কের আর্থার অ্যাশে স্টেডিয়ামে সরাসরি সেটে জয় পান সোয়াটেক।

প্রথম সেটে জাবুয়েরকে ৬-২ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুজনের। তবে দীর্ঘ লড়াইয়ে এখানেও ৭-৬ ব্যবধানে জয় পায় সোয়াটেক। তাতেই ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঠে  সোয়াটেকের হাতে। ফ্রেঞ্চ ওপেনের বাইরে তার প্রথম গ্রান্ডস্ল্যাম এটি।

এই জয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান মজবুত করেছেন সোয়াটেক। পঞ্চম বাছাই জাবেউর ফাইনালে হারলেও বিশ্বের ২ নম্বরে উঠবেন বলে আশা করা হচ্ছে।

সেমিফাইনালে ইতিহাস গড়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন জাবেউর। আফ্রিকার প্রথম নারী হিসেবে উঠেছেন ইউএস ওপেনের ফাইনালে। প্রায় এক ঘণ্টার একপেশে লড়াইয়ে গার্সিয়াকে সহজেই হারিয়ে ফাইনালে ওঠেন তিউনিসিয়ার এই তারকা। এর আগে গত জুলাইয়ে আফ্রিকা মহাদেশের প্রথম নারী হিসেবে উইম্বলডনের ফাইনালেও উঠেছিলেন তিনি।

জাবেউর ১৩টি ম্যাচ ধরে অপরাজিত ছিলেন সিয়াটেকের কাছে এসে সেই জয়রথ থামল ইউএস ওপেনের ফাইনালে। ২০১৪ সালের সেরেনা উইলিয়ামসের ইউএস ওপেন শিরোপা জয়ের পর এবারই কোন শীর্ষ বাছাই এ শিরোপা জিতল। অপ্রতিরোধ্য পোলিশ তারকার শিরোপা জয়ের মাঝে কে বাঁধা হতে পারবে অদূর ভবিষ্যতে তাই এখন বিশেষজ্ঞদের প্রশ্ন।