ইউক্রেনকে আরও প্রায় ৭৮ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, সহায়তার মধ্যে প্রতিরক্ষা বিভাগ থেকে অতিরিক্ত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকবে। তবে এবারের সহায়তায় কী ধরনের গোলাবারুদ থাকবে তা স্পষ্ট করে জানাননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত প্রায় ১০ দশমিক ৬ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ইউক্রেনকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ব্লিঙ্কেন বলেন, প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় আমরা ইউক্রেনের জনগণকে এভাবেই সমর্থন করতে থাকব।
রাশিয়ার হামলার পর থেকেই ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন। সহায়তার ধারা এখনো অব্যাহত রয়েছে। ফলে যুদ্ধে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেন। রুশ অধিকৃত ক্রিমিয়াতেও তাদের বড় ধরনের হামলা চালাতে দেখা গেছে। তবে ইউক্রেন বলছে, পশ্চিমাদের দেওয়া অস্ত্রের কারণে রাশিয়াকে নতুন এলাকা দখলে আটকে রাখতে পারবে তারা। তবে অধিকৃত এলাকা ফেরত আনতে তাদের আরও অস্ত্র প্রয়োজন।