ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যেতে চারটি যুদ্ধবিমান হস্তান্তর করেছে স্লোভাকিয়া। গত বৃহস্পতিবার মিগ-২৯ মডেলের চারটি যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছায়। নিজেদের বহর থেকে সোভিয়েত আমলে তৈরি ১৩টি মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা দিয়েছিল স্লোভাকিয়া। এর মধ্যে চারটি হস্তান্তর করলো তারা।

স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার চারটি যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করা হয়েছে। দেশটির বিমানবাহিনীর সহায়তায় ইউক্রেনের বৈমানিকেরা যুদ্ধবিমানগুলো চালিয়ে নিয়ে যান।

প্রতিশ্রুতি অনুযায়ী, বাকি যুদ্ধবিমানগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে কয়েক সপ্তাহের মধ্যে। রাশিয়ার আগ্রাসন ঠেকাতে প্রতিবেশী ও পশ্চিমা দেশগুলোর কাছে যুদ্ধবিমান চাচ্ছে ইউক্রেন। সেই আহ্বানে সাড়া দিয়ে ন্যাটো জোটভুক্ত দ্বিতীয় দেশ হিসেবে ইউক্রেনকে যুদ্ধবিমান দিয়ে সহায়তা করল স্লোভাকিয়া।

স্লোভাকিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বুধবার জানায়, যুক্তরাষ্ট্র তাদের ১২টি নতুন সামরিক হেলিকপ্টার দেওয়ার প্রস্তাব দিয়েছে। ইউক্রেনে যুদ্ধবিমান দেওয়ার ক্ষতিপূরণ হিসেবে এই প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।