মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল (বুধবার) জেলেনস্কি হোয়াইট হাউজে পৌঁছালে প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন তাকে স্বাগত জানান।
বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টর ওভাল অফিসে রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক বৈঠকে বাইডেন জেলেনস্কিকে বলেন, ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে যুক্তরাষ্ট্র। আর ইউক্রেন যা করছে তা বিশ্বকে অনুপ্রাণিত করেছে। এসময় জেলেনস্কি বলেন, ‘তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। তিনি বাইডেনকে ইউক্রেনের জন্য বড় সমর্থনের জন্য ধন্যবাদও জ্ঞাপন করেন।‘
এ সময় জেলেনস্কি প্রেসিডেন্ট বাইডেনকে একটি সামরিক মেডেল হস্তান্তর করেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসতে পারা নিজের জন্য বড় সম্মানের‘। তিনি আরও জানান, ‘ইউক্রেনের একজন ক্যাপ্টেন তার নিজের এই মেডেল মার্কিন প্রেসিডেন্ট দেয়ার জন্য তাকে দিয়েছেন। এসময় বাইডেনকে একজন ‘সাহসী প্রেসিডেন্ট’ বলেও উল্লেখ করেছেন জেলেনস্কি।
এরপর এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, “আমরা দুজনই চাই যুদ্ধ শেষ হোক। আমি যেমনটা বলেছি, এই যুদ্ধ আজই থেমে যেতে পারত যদি পুতিনের সেই সম্ভ্রম থাকতেন এবং ঠিক কাজটি করতে পারতেন ও তিনি যদি সেনাদের ফিরে আসতে বলতেন।” বাইডেন আরও বলেন, কিন্তু এমনটা ঘটবে না।’
এর আগে যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজে ওয়াশিংটন পৌঁছান জেলেনস্কি। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবার বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে গেলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।