ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এর ফলে দেশটির পাঁচটি অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ কিয়েভের। শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

শনিবার (১ জুন) ইউক্রেনের জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনারগো এর বরাতে আল জাজিরা জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত এই নিয়ে ষষ্ঠবারের মতো ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামোয় ব্যাপক হামলা চালালো রুশ বাহিনী। পূর্ব দোনেৎস্ক, দক্ষিণ-পূর্ব জাপোরিজিয়া এবং দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পাশাপাশি কিরোভোহরাদ ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে তারা।

তবে, রাশিয়ার নিক্ষেপ করা ৫৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩৫টি এবং ৪৭টি ড্রোনের মধ্যে ৪৬টিই ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। ইউক্রেনের বৃহত্তম বেসরকারী জ্বালানি শক্তি উৎপাদনকারী সংস্থা-ডিটিইকে বলেছে, রুশ হামলায় তাদের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ইউক্রেনে চালানো এসব হামলা নিয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি রাশিয়া।