ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত করা হয়েছে।  দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ঘোষণায় ওলেক্সিকে বরখাস্তের বিষয়টি জানিয়েছেন। ওলেক্সি ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার আগে থেকেই এই মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের খবরে  এ তথ্য জানানো হয়েছে।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার রাতে জাতির উদ্দেশে দেয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ওলেক্সি রেজনিকভকে ২০২১ সালের নভেম্বরে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছিল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কয়েক বিলিয়ন ডলারের পশ্চিমা সামরিক সহায়তা এসেছে তার মাধ্যমে। এক্ষেত্রে তিনি সফলও হয়েছেন। তবে তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ভাষণে জেলেনস্কি বলেন, আমি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। ওলেক্সি রেজনিকভ ৫৫০ দিনেরও বেশি দিন ধরে চলা যুদ্ধের সঙ্গেই ছিলেন।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি সামগ্রিকভাবে সেনাবাহিনী ও সমাজ উভয়ের সমন্বয় বাড়াতে মন্ত্রণালয়ের জন্য নতুন পন্থা ও বিন্যাসের প্রয়োজন।

প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই দেশটির সংসদের অনুমোদন লাগবে।

জেলেনস্কি জানান, সংসদ নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রুস্তম উমেরভকে অনুমোদন দিবে বলে তিনি আশা করেন।

৪১ বছর বয়সী উমেরভ একজন প্রাক্তন আইন প্রণেতা। যিনি একজন ক্রিমিয়ান তাতার। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইউক্রেনের রাষ্ট্রীয় তহবিলের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। কৃষ্ণ সাগর শস্য চুক্তি নিয়ে যুদ্ধকালীন আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।