ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে রাশিয়া। প্রায় প্রতি সপ্তাহে দেশটির বিদ্যুৎ ও জ্বালানীসহ বিভিন্ন অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মস্কো। নতুন করে খেরসন শহরের গোলাবর্ষণে ৩ জন আহত হয়েছেন। রাশিয়ার হামলা প্রতিহত করতে ইউক্রেনে আরও বিমান প্রতিরক্ষা সরবরাহ করার জন্য পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে, ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের মানসিকভাবে চাঙা রাখতে দেশটিতে সংগীতশিল্পীদের পাঠাবে মস্কো। কয়েকদিন আগে সংগীতশিল্পীদের নিয়ে দল গঠনের ঘোষণা দিয়েছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এক টুইটবার্তায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৪ই ডিসেম্বর ‘ফ্রন্ট লাইন ক্রিয়েটিভ ব্রিগেড’ নামের দুটি দল গঠনের ঘোষণা দিয়েছিল রাশিয়া। তাদের কাজ হবে ইউক্রেনে যুদ্ধের ময়দানে থাকা রুশ সেনাদের মানসিকভাবে চাঙা রাখা। এ দলে থাকবেন গায়ক, অভিনেতা ও সার্কাসে কাজ করা লোকজন।
রাশিয়ার সংবাদমাধ্যম আরবিসির দেওয়া তথ্যানুযায়ী, নতুন এ দলে আংশিক সেনা নিযুক্তির মাধ্যমে যে রুশদের সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছিল, তাঁরা থাকবেন। এ ছাড়া পেশাদার যেসব শিল্পী স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, তাঁরাও অংশ নেবেন।
এদিকে বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে প্রকাশ করা এক বিবৃতিতে রুশ সরকার জানিয়েছে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ইউক্রেনে যুদ্ধরত রুশ সেনাদের সঙ্গে দেখা করেছেন। এ সময় তিনি নিজ দেশের সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন। তবে কবে শোইগু ইউক্রেন সফরে গিয়েছিলেন এবং তাঁর সঙ্গে আর কারা ছিলেন, তা নিশ্চিত হতে পারেনি বিবিসি।
এরই মধ্যে ইউক্রেনের বাখমুত শহর ও পূর্ব দোনবাস অঞ্চলে গতকাল শনিবার ইউক্রেন ও রুশ সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ অঞ্চলগুলোয় কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে। এর আগে গত শুক্রবার ইউক্রেনে ৭৬টি ক্ষেপণাস্ত্র ছোড়ে মস্কো। তবে কিয়েভ জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্রগুলোর ৬০টি তারা আকাশে থাকতেই ধ্বংস করেছে।