ইউক্রেনের ক্রেমেনচুকে একটি শপিং মলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এ হামলায় অন্তত ১৬ জন নিহত ও আহত হয়েছেন ৫০ জনের বেশি। তবে হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার সময় সেখানে এক হাজারের বেশি মানুষ অবস্থান করছিল। এই হামলাকে ইউরোপের ইতিহাসের সবচেয়ে বিদ্বেষপূর্ণ হামলা গুলোর একটি উল্লে­খ করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া বিশ্বের বৃহত্তম সন্ত্রাসী সংগঠন।

তিনি আরও বলেন, শুধুমাত্র সম্পূর্ণ উন্মাদ সন্ত্রাসীরা, যাদের পৃথিবীতে কোনো স্থান থাকা উচিত নয়, তারাই এমন একটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে। তার ভাষায়, আক্রমণটি অলক্ষ্যে চালানো হয়নি বরং তা ছিল পরিকল্পিত আঘাত।

ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মূলত গত শুক্রবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটিতে এই ধরনের একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতেই ইউক্রেন  জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। এছাড়া ইউক্রেনের উত্তর-পূর্বের খারকিভেও রাশিয়ার গোলাবর্ষণে পাঁচজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে।