পূর্ব ইউক্রেনের বাখমুতে মিশন চলাকালে দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। বুধবার টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী। খবর আলজাজিরার।

বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের ছয় সেনা রাশিয়ার দখলকৃত বাখমুত শহরের কাছে একটি মিশন চালানোর সময় নিহত হয়েছেন।’ তবে কী কারণে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়েছে তা জানানো হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, নিহত সবাই পাইলট ছিলেন। তাদের মরদেহ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে।

জোড়া হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি এখন তদন্ত করা হচ্ছে। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী এখন পর্যন্ত জানায়নি এগুলোটি রুশ বাহিনী গুলি করে ভূপাতিত করেছে কিনা।

এর কয়েকদিন আগে দুই বিমানের সংঘর্ষে নিহত হয় তিন ইউক্রেনীয় বৈমানিক। এক সপ্তাহের মধ্যে পরপর দুই দুর্ঘটনা ঘটলো রাশিয়ার সাথে যুদ্ধরত দেশটিতে।