ইউক্রেনে রাজধানী কিয়েভের পূর্ব উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইউক্রেনের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কিসহ ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।স্থানীয় সময় বুধবার (১৮ জানুয়ারি) সকালে শিশুদের একটি স্কুলের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

দুর্ঘটনার পর একটি কিন্ডারগার্টেনের কাছে আগুন ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষনিকভাবে শিশু ও কর্মীদের বিল্ডিং থেকে সরিয়ে নেওয়া হয়। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ একটি জ্বলন্ত ভবনের বাইরে দৃশ্যমান ছিল। দুর্ঘটনার সময় অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল এবং প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে যে হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করেছিল।

ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইগর ক্লাইমেনকো জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ডেনিস মোনাস্টিরস্কি মারা গেছেন, যিনি ২০২১ সালে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অধীনে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান। এছাড়া এ দুর্ঘটনায় উপস্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেনি ইয়েনিন এবং ইন্টারনাল অ্যাফেয়ার্সের স্টেট সেক্রেটারি ইউরি লুবকোভিচও নিহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কিসহ অন্য কর্মকর্তাদের বহনকারী ওই হেলিকপ্টারটি ইউক্রেনের জাতীয় জরুরি পরিষেবার হেলিকপ্টার ছিল বলেও জানান পুলিশ প্রধান ক্লাইমেনকো।

সামাজিক মাধ্যমে শেয়ার করা দুর্ঘটনার ভিডিওগুলোতে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর একটি ভবনে আগুন জ্বলতে দেখা যায় এবং লোকজনের চিৎকার শোনা যায়।

কিয়েভ অঞ্চলের গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, ‘এই ট্র্যাজেডির সময় নার্সারিতে শিশু এবং অন্য কর্মীরা ছিল।’

হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। ইউক্রেনের কর্মকর্তারা দুর্ঘটনার সময় ওই এলাকায় কোনো রুশ হামলার কথা জানাননি। এনিয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়াও।

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারটি রাষ্ট্রীয় জরুরি পরিষেবার হেলিকপ্টার ছিল।’