প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শুক্রবার সকালে গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় দ্রুত খুঁজে বের করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। গতকাল সন্ধ্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন সের্গেই ল্যাভরভ।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জি-টোয়েন্টি সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে নানান ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে কতো তাড়াতাড়ি এই যুদ্ধ বন্ধ করা যায়, সেই চেষ্টা করতে হবে।

এর আগে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে, বঙ্গবন্ধুর স্মৃতিবিজরিত জাদুঘর ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।