ইউক্রেনে রুশ অভিযানের মধ্যেই ন্যাটোর পূর্বাঞ্চল দিয়ে উড়ে গেলো বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস আমেরিকান বোমারু বিমান। নিজেদের ঐক্য প্রদর্শনের অংশ হিসেবে জার্মানি ও রোমানিয়ার সঙ্গে প্রশিক্ষণে অংশ নেয় যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনএন।

ইউরোপের আমেরিকান বিমানবাহিনী বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমান বিমানবাহিনীর সবচেয়ে বড় কৌশলগত বোমারু বিমানগুলো ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্স স্টেশন (আরএএফ) ফেয়ার ফোর্ড থেকে উড্ডয়ন করা হয়।

আমেরিকান বোমারু বিমানটি রোমানিয়াতে অবস্থান নেয়। সেখানে বোমারু টাস্ক ফোর্স (বিটিএফ) মিশনে অংশ নেয়।

জেনারেল জেফ হ্যারিগিয়ান বলেন, বোমারু বিমান রোমানিয়ার আকাশসীমার মধ্যেই ছিল। যা ইউক্রেনের সীমানা থেকে খুব কাছাকাছি। যেখানে দেশটিতে রুশ বাহিনী আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, বিটিএফের মাধ্যমে আমাদের মিত্র এবং অংশীদারদের একীভূতের পাশাপাশি প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ সুযোগ করে দেয়। বিশেষ করে এই কঠিন সময়ে।

উল্লেখ্য, রাশিয়ার সামরিক অভিযানের ফলেও মিত্র ইউক্রেনে সেনা না পাঠানোর ঘোষণা দিয়েছে ন্যাটো। জোটের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।