পূর্ব ঘোষণা অনুযায়ী সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। বিদ্যুৎ ও গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে দেশব্যাপি এই কর্মসূচি পালন করেছে দলটি। এসময় দলের নেতারা বলেন, এই পদযাত্রা সরকারের জন্য পতনযাত্রায় পরিণত হয়েছে। এদিকে, বিভিন্ন স্থানে পদযাত্রায় বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বছরের শুরু থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করে আসছে বিএনপি। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী শনিবার দেশব্যাপি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করেছে দলটি। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানী ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ও ১০ দফা বাস্তবায়নে এই কর্মসূচি।
ময়মনসিংহের বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। ধোবাউড়া সদর ইউনিয়নে অনুষ্ঠিত পদযাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার পদযাত্রাকে ভয় পেয়ে দমন পীড়নের আশ্রয় নিয়েছে।
ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নে পদযাত্রায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এসময় তিনি বলেন, সরকারের পতনে আন্দোলনের বিকল্প নেই। সবাইকে আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
নরসিংদীতে দলের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেন, ব্যর্থ এই সরকার টিকে থাকতে নানা অপকৌশল গ্রহণ করছে।
বরিশালের বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চরবাড়িয়া ইউনিয়নে পদযাত্রায় অংশ নিয়ে দলের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান সরোয়ার বলেন, ইভিএমের মাধ্যমে ভোট চুরি করতে চায় সরকার। কিন্তু তা আর করতে দেয়া হবেনা।
এছাড়াও দেশের বিভিন্ন ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে দলটির অভিযোগ, নারায়ণগঞ্জ ও নাটোরসহ বিভিন্ন জায়গায় পুলিশ কর্মসূচিতে বাধা দিয়েছে।