বিএনপির পদযাত্রার পাল্টা কর্মসূচি হিসেবে আজ (শনিবার) দেশের সকল ইউনিয়নে শান্তি সমাবেশ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সমাবেশ সফল করতে দেশের ৪০টি জেলায় আওয়ামী লীগের ৫৩ জন কেন্দ্রীয় নেতা অংশ নিচ্ছেন।

আওয়ামী লীগ বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো যেন আন্দোলন সংগ্রামের নামে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য দলটির সর্বস্তরের নেতাকর্মীরা মাঠে সতর্ক পাহারায় থাকবেন। এর প্রথম কর্মসূচির অংশ হিসেবে ১১ই ফেব্রুয়ারি দেশের প্রতিটি ইউনিয়নে শান্তি সমাবেশ করছে তারা। এছাড়া দেশ ও জনগণের কল্যাণে শেখ হাসিনার সরকার কী কী করেছেন তা ব্যাপকভাবে প্রচার-প্রচারণার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে।

এদিকে, দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ, তাদের শান্তি সমাবেশে হামলা চালিয়েছে বিএনপি। এসময় বেশ কয়েকটি দোকান ভাংচুর ও ১৩টি মোটরসাইকেলে অঘিœসংযোগ করা হয় বলেও অভিযোগ করেন তারা।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।