বগà§à§œà¦¾ সদরের নামà§à¦œà¦¾ ইউনিয়ন পরিষদের দà§à¦‡ সদসà§à¦¯à§‡à¦° বিরà§à¦¦à§à¦§à§‡ à¦à¦• সংরকà§à¦·à¦¿à¦¤ নারী সদসà§à¦¯à¦•à§‡ যৌন নিপীড়নের অà¦à¦¿à¦¯à§‹à¦— উঠেছে।
ঠঘটনায় সদর থানায় মামলার পর পà§à¦²à¦¿à¦¶ দà§à¦‡ ইউপি সদসà§à¦¯à¦•à§‡ গà§à¦°à§‡à¦«à¦¤à¦¾à¦° করেছে।
গত রোববার দà§à¦ªà§à¦°à§‡ ঠঘটনা ঘটে। নিরà§à¦¯à¦¾à¦¤à¦¨à§‡à¦° শিকার ওই নারী সদসà§à¦¯ মামলা করলে পà§à¦²à¦¿à¦¶ গতকাল সোমবার রাতে তাদের গà§à¦°à§‡à¦«à¦¤à¦¾à¦° করে।
তদনà§à¦¤à¦•à¦¾à¦°à§€ করà§à¦®à¦•à¦°à§à¦¤à¦¾ à¦à¦¸à¦†à¦‡ মনà§à¦¤à¦¾à¦œ আলী জানান, মঙà§à¦—লবার দà§à¦ªà§à¦°à§‡ দà§à¦‡ ইউপি সদসà§à¦¯à¦•à§‡ আদালতের মাধà§à¦¯à¦®à§‡ বগà§à§œà¦¾ জেলহাজতে পাঠানো হয়েছে।
গà§à¦°à§‡à¦«à¦¤à¦¾à¦° দà§à¦‡ ইউপি সদসà§à¦¯ হলেন- বগà§à§œà¦¾ সদরের নামà§à¦œà¦¾ ইউনিয়নের ৪নং ওয়ারà§à¦¡à§‡à¦° সদসà§à¦¯ নামà§à¦œà¦¾ বগারপাড়া গà§à¦°à¦¾à¦®à§‡à¦° মৃত আবদà§à¦° রশিদের ছেলে রà§à¦¬à§‡à¦² হোসেন (৩৮) ও ৩নং ওয়ারà§à¦¡à§‡à¦° সদসà§à¦¯ নামà§à¦œà¦¾ শাহপাড়ার গরীবà§à¦²à§à¦²à¦¾à¦¹à¦° ছেলে বজলà§à¦° রশিদ (৫১)।
à¦à¦œà¦¾à¦¹à¦¾à¦°à§‡ ওই নারী ইউপি সদসà§à¦¯ অà¦à¦¿à¦¯à§‹à¦— করেছেন, গত রোববার দà§à¦ªà§à¦°à§‡ পরিষদে টিসিবির কারà§à¦¡ নিয়ে আলোচনা চলছিল। আলোচনা শেষে অনেকেই চলে যান। বেলা ২টার দিকে ৪নং ওয়ারà§à¦¡à§‡à¦° সদসà§à¦¯ রà§à¦¬à§‡à¦² মিয়া তাকে হলরà§à¦®à§‡ ডেকে নেন। সেখানে আগে থেকেই অপর ইউপি সদসà§à¦¯ বজলà§à¦° রশিদ বসেছিলেন। ঠসময় ইউপি সদসà§à¦¯ রà§à¦¬à§‡à¦² হোসেন ও বজলà§à¦° রশিদ তাকে মারà§à¦•à§‡à¦Ÿ করার জনà§à¦¯ টাকার পà§à¦°à¦²à§‹à¦à¦¨ দেন। à¦à¦°à¦ªà¦° তাকে জাপটে ধরে যৌন নিপীড়ন চালান। তিনি (নারী সদসà§à¦¯) চিৎকার দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
পরদিন সোমবার সদর থানায় দà§à¦œà¦¨à§‡à¦° বিরà§à¦¦à§à¦§à§‡ অà¦à¦¿à¦¯à§‹à¦— করেন à¦à§à¦•à§à¦¤à¦à§‹à¦—ী ওই নারী। পà§à¦²à¦¿à¦¶ রাতেই তাদের গà§à¦°à§‡à¦«à¦¤à¦¾à¦° করে থানায় নিয়ে আসে।
নিরà§à¦¯à¦¾à¦¤à¦¨à§‡à¦° শিকার ইউপি সদসà§à¦¯ বলেন, তিনি জনপà§à¦°à¦¤à¦¿à¦¨à¦¿à¦§à¦¿, তার সমà§à¦®à¦¾à¦¨ নষà§à¦Ÿ করা হয়েছে। তিনি তার যৌন নিপীড়ের সঙà§à¦—ে জড়িত দà§à¦‡ সদসà§à¦¯à§‡à¦° দৃষà§à¦Ÿà¦¾à¦¨à§à¦¤à¦®à§‚লক শাসà§à¦¤à¦¿ দাবি করেছেন।
সদর থানার ওসি সেলিম রেজা জানান, নারী ইউপি সদসà§à¦¯à§‡à¦° অà¦à¦¿à¦¯à§‹à¦—টি মামলা হিসেবে নথিà¦à§à¦•à§à¦¤ করা হয়েছে। গà§à¦°à§‡à¦«à¦¤à¦¾à¦° দà§à¦‡ ইউপি সদসà§à¦¯à¦•à§‡ মঙà§à¦—লবার দà§à¦ªà§à¦°à§‡ আদালতের মাধà§à¦¯à¦®à§‡ জেলহাজতে পাঠানো হয়েছে।
ঠপà§à¦°à¦¸à¦™à§à¦—ে নামà§à¦œà¦¾ ইউনিয়নের চেয়ারমà§à¦¯à¦¾à¦¨ রফিকà§à¦² ইসলাম জানান, ওই নারী সদসà§à¦¯ ও দà§à¦‡ পà§à¦°à§à¦· সদসà§à¦¯ পরিষদে পà§à¦°à¦¾à§Ÿà¦‡ à¦à¦•à§‡ অপরের সঙà§à¦—ে ইয়ারà§à¦•à¦¿ করে থাকেন। ঘটনার দিন দà§à¦ªà§à¦°à§‡ তিনি ইউà¦à¦¨à¦“ অফিসে মিটিংয়ে ছিলেন। নারী সদসà§à¦¯ তার কাছে অà¦à¦¿à¦¯à§‹à¦— করেছেন, তাকে রà§à¦¬à§‡à¦² ও রশিদ যৌন নিপীড়ন করেছেন। তখন তিনি তাকে আইনের আশà§à¦°à§Ÿ নিতে পরামরà§à¦¶ দিয়েছেন।