উয়েফা ইউরোপা লিগ ফুটবলের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। তবে আরেক ম্যাচে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সুইজারল্যান্ডের কাইবুনপার্ক স্টেডিয়ামে স্বাগতিক এফসি জুরিখকে ২-১ গোলে হারিয়েছে গানার্সরা।
খেলার প্রথমার্ধের ১৬ মিনিটে মারকুইনহোসের গোলে এগিয়ে যায় আর্সেনাল। ৪৪ মিনিটে জুরিখের পক্ষে পেনাল্টিতে গোল করে দলকে সমতায় ফেরায় মার্লিন্ড ক্রাইজিউ। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৬২ মিনিটে এডোয়ার্ড কেতিয়ার গোলে ফলাফল দ্বিগুণ হয় আর্সেনালের। এদিকে, খেলার বাকি সময় আর কোন দল গোল না পেলে ২-১ গোলের জয় নিশ্চিত হয় আর্সেনালের।
অন্যদিকে, ওল্ড ট্রাফোর্ডে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছে ম্যানইউ। ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি হয় ৭০ মিনিটে।