ইউরোপা লিগের নকআউট পর্বের প্লে-অফ রাউন্ডের প্রথম লেগে গতকাল (বৃহস্পতিবার) রাতে ২-২ ড্র করেছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। কাম্প নউয়ে চারটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।

মার্কোস আলোনসো বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মার্কাস র‌্যাশফোর্ড। জুল কুন্দের আত্মঘাতী গোলের পর ম্যাচে সমতা ফেরান ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া।

ওল্ড ট্রাফোর্ডে আগামী ২৩শে ফেব্রুয়ারীতে ফিরতি লেগ খেলবে দুই দল। ইউরোপা লিগে ৩২ দলের এই রাউন্ডে রাতের অন্য ম্যাচগুলোতে আয়াক্স গোলশূন্য ড্র করেছে ইউনিয়ন বার্লিনের সঙ্গে, সালজবুর্গ ১-০ গোলে জিতেছে রোমার বিপক্ষে, শাখতার দোনেৎস্ক ২-১ গোলে হারিয়েছে রেনেকে।