প্রথমবারের মতো বিশ্বমঞ্চে এসেই বাজিমাত করলো জর্জিয়া। দলটি উঠে গেল ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে। গতকাল বুধবার (২৭ জুন) রাতে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলর টিকিট কেটেছে তারা।ইউরোর রাউন্ড অব সিক্সটিনে উঠতে শেষ ম্যাচে জর্জিয়াকে জিততেই হতো।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে জর্জিয়া। সাফল্যও আসে শুরুতেই, গোটা গ্যালারিতে স্তব্ধ করে দিয়ে মাত্র ২ মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। জর্জিয়ার হয়ে গোলটি করেন তারকা ফুটবলার কাভারাৎসখেলিয়া।
ম্যাচের ১৭ মিনিটের মাথায় ফ্রি কিক পায় রোনালদো। কিন্তু জর্জিয়ান গোলরক্ষক মামারদাসভিলি জোরালো সেই শট ফিরিয়ে দেন। এরপর পর্তুগাল চাপ বাড়ালেও জর্জিয়ার রক্ষণভাগে চির ধরাতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদো গোল শোধ করার সুযোগ পান। কর্নার থেকে করা সে শটও রুখে দেন গোলরক্ষক। ৫৩ মিনিটে লোকোসভিলিকে বক্সে ফাউল করেন পর্তুগালের সিলভা। ভিএআর দেখে রেফারি পেনাল্টি দেন। এবারও বল জালে জড়াতে ভুল করেনি জর্জিয়া। ঠান্ডা মাথায় ব্যবধান দ্বিগুন করেন মিকাউতাদজে।
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পর্তুগাল। এই জয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে গেল জর্জিয়া। এই পর্বে স্পেনের বিপক্ষে খেলবে তাঁরা।