ইকুয়েডরের বন্দরনগরী গুয়াকিলে বিস্ফোরণে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৬ জন মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়িঘর ও গাড়ি। স্থানীয় সময় রোববার শহরটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, এটি একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের অপরাধ। এই বিস্ফোরণকে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলেও মন্তব্য করেছেন তিনি।
এদিকে, জনবহুল শহর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহর গুয়াকিলে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তপক্ষ। সংঘবদ্ধ অপরাধের ফলে দেশটিতে গত অক্টোবর থেকে এনিয়ে চতুর্থবারের মতো জরুরি অবস্থা ঘোষণা করা হলো।
এছাড়া, শহরটির মেয়র দেশটির প্রেসিডেন্টের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। গুয়াকিলে বারবার খুন ও ধর্ষণসহ নানা সংঘবদ্ধ অপরাধের কথা উল্লেখ করে শহরটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটিসিও ক্যারিলো বলেন, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত কারও পূর্বের অপরাধের কোনো রেকর্ড পাওয়া যায়নি। এই ঘটনা মাদকের সঙ্গে সম্পৃক্ত বলেও মন্তব্য করেন তিনি।
কলম্বিয়া এবং পেরুর মাঝখানে অবস্থিত ইকুয়েডর বিশ্বের সর্ববৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী মাদক গ্যাংদলের সদস্যদের মধ্যে কারাগারে সংঘর্ষে অন্তত ৪০০ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে, ২০২০ সালে সমগ্র বিশ্বে জব্দকৃত কোকেনের সাড়ে ৬ শতাংশ ইকুয়েডরের।