টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে যোগ দেওয়া ৮ মুসল্লি মারা গেছেন। তীব্র শীত ও অন্যান্য কারণে গত শুক্রবার ও শনিবার বিকেলে ও রাতে ইজতেমার ময়দানে তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার মৃত ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩), গাজীপুরের সদর উপজেলার আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি (৬৮), খুলনার ডুমুরিয়া উপজেলার মৃত মোবারক হোসেন খানের ছেলে মোফাজ্জেল হোসেন খান (৭০), মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আদিল উদ্দিন সিকদারের ছেলে আক্কাস আলী সিকদার (৫০), চট্টগ্রাম সদর উপজেলার আব্দুর রশিদের ছেলে আব্দুল রাজ্জাক (৭০) এবং নরসিংদীর মনোহরদী উপজেলার মৃত রহমতুল্লাহ’র ছেলে হাবিবুর রহমান হবি (৭০)।
এর আগের দিন শুক্রবার স্মরণকালের সবচেয়ে বড় জুমার নামাজের জামাত হয়। এতে ইমামতি করেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। নামাজে দেশ-বিদেশের লাখো মুসল্লির অংশগ্রহণে আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে ওঠে তুরাগ নদীর তীর। দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন মুসল্লিরা।