ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গীর ইজতেমা ময়দানে ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান তিনি। আগামী ১৩ই জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মাওলানা যোবায়ের পন্থি মুসল্লিরা অংশ নিবেন। চারদিন বিরতির পর ২০শে জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। এতে সাদপন্থী মুসল্লিরা অংশ নিবেন।

এসময় মন্ত্রী আরো বলেন, বিদ্যমান দুই গ্রুপ আলাদাভাবে ইজতেমা করছেন, তবে কোন সমস্যা হবে না বলে আশাবাদী তিনি। বিদেশি মেহমানদের জন্য বিগত বছরের তুলনায় এবার আরো সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। মুসল্লিদের নিরাপত্তায় পুলিশের সাইবার ইউনিটসহ র‌্যাব, সেনাবাহিনী থাকবে। এছাড়া প্রয়োজনে বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হবে বলেও জানান মন্ত্রী।

বিশেষ করে এবার বিদেশী মেহমানদের জন্য নিরাপত্তাসহ অন্যান্য সুযোগসুবিধা বৃদ্ধি করা হবে। প্রথমপর্বে আগত বিদেশী মুসল্লিরা আখেরি মোনাজাতের পর বিমানবন্দর হাজী ক্যাম্পে অবস্থান করবেন। সেখান থেকে তারা তাদের স্ব স্ব দেশে ফিরবেন।

তিনি আরো বলেন, ইজতেমা আয়োজক কমিটির দু’পক্ষের সাথে আলোচনা হয়েছে। আশা করছি তাদের মধ্যে বিগত বছরের মতো আর কোনো ভুল বোঝাবুঝি হবে না। সফলভাবে এবারের বিশ্ব ইজতেমা সম্পন্ন হবে। ইতোমধ্যে ইজতেমা ময়দানের প্রস্তুতি কাজের ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ।