বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের কারণে গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে। তবে এসব রুট দিয়ে ইজতেমায় আগত মুসল্লিদের বহনকারী যানবাহন চলাচল করতে পারবে। আজ (শনিবার) গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি এসেছেন। তাদের নিরাপত্তার স্বার্থে শনিবার দিনগত রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে। দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নজরুল ইসলাম বলেন, আখেরি মোনাজাতে মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে কামারপাড়া, টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, আশুলিয়া অর্থাৎ অব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপালের রোড বন্ধ থাকবে। সেক্ষেত্রে ভোগড়া থেকে তিনশ’ ফিট পর্যন্ত বাইপাস হয়ে চলে যাবে ঢাকাগামী লোকজন। যেসব মুসল্লি বা লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহের দিকে চলে যাবেন।

এর আগে গতকাল শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। আগামীকাল রোববার প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে। চারদিন বিরতির পর ২০শে জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে। আগামী ২২শে জানুয়ারি আখেরি মোনাজাতে বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।