গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি এ জুমার নামাজে অংশ নেন। শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ’র বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। দুপুর ০১:৪০ মিনিটে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
ইজতেমায় যোগ দিতে বৃহস্পতিবার থেকেই টঙ্গীতে আসতে শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা। জুমার পরে বয়ান করার কথা রয়েছে শেখ মোফলের (আরবি)। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ্ মনসুর। আসরের পর বয়ান করবেন মাওলানা মোশাররফ। মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।
প্রসঙ্গত, তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। ৪ ফেব্রুয়ারি ওই পর্ব শেষ হয়। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়েছে আজ থেকে। এ পর্বে অংশ নিয়েছে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। ইজতেমার দ্বিতীয় পর্ব আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে আগামী ১১ ফেব্রুয়ারি।