গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। তিন দিনব্যাপী ইজতেমা শুরুর আগে ৭ মুসল্লির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
মারা যাওয়া তিনজন হলেন-শেরপুর জেলার সদর থানার রামকৃষ্ণপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে আব্দুল হেলিন মিয়া (৬৪) ও দিনাজপুর জেলার শিবনগর থানার গ্রামের মৃত ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)। তারা বার্ধক্যজনিত কারণে মারা যান।
এছাড়া বৃহস্পতিবার ভোরে হেঁটে ইজতেমা ময়দানে যাওয়ার পথে উত্তরার আব্দুল্লাহপুর মাছ বাজারের এলাকায় বাসের ধাক্কায় আবুল কাশেম (৬৫) নামের এক মুসল্লি মারা গেছেন। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা। এ সময় তার সঙ্গে থাকা মুসল্লি মিলন মাঝি (৬০), বাদশা মিয়া (৪৫) ও রাজু (৪০) আহত হয়েছেন।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাগরিবের নামাজ শেষে ময়দানে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জানাজা শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী পক্ষ মাওলানা জুবায়েরের অনুসারীরা ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি ইজতেমা করেন। চার দিন বিরতির পর মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ৯, ১০ ও ১১ই ফেব্রুয়ারি।