নাটোরের ইয়াছিনপুরে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টায় জংলি রেলগেট ও ইয়াছিনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বুধবার (২০শে মার্চ) রাত আটটা চল্লিশ মিনিটে ইঞ্জিন বিকল হয় লালমনি এক্সেপ্রেসের। রাত সাড়ে ১০টার দিকে নিকটবর্তী আব্দুলপুর স্টেশন থেকে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন এনে লালমনি এক্সপ্রেস ট্রেনটিকে নাটোর স্টেশনে নিয়ে আসা হয়।

রেল বিভাগ থেকে জানানো হয়, প্রয়োজনীয় মেরামত শেষে রাত সাড়ে এগারটার দিকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে নাটোর ছেড়ে যায়।