ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ এমিলিয়া-রোমাগনায় টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নয়জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। বৃহস্পতিবার (১৮ই মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিএনএন জানায়, গত ৩৬ ঘণ্টায় এমিলিয়া রোমাগনায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা সেখানে বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণের অর্ধেকেরও বেশি। তুমুল বৃষ্টির ফলে নদী ও অন্যান্য জলাশরের পানি উপচে পড়ায় প্রদেশটির বিভিন্ন শহরের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট এবং হাজার হাজার একর কৃষিজমি ডুবে গেছে।
বুধবার মন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে উপস্থিতদের মতে ফোরলি শহরে তিনজন মারা গেছে, সিসেনেটে মাটি ধসে একজন মারা গেছে এবং রোন্টা ডি সেসেনা গ্রামে একজন বিবাহিত দম্পতি মারা গেছে। রাতেই মারা যান আরও তিনজন।
আঞ্চলিক প্রেসিডেন্ট স্টেফানো বোনাচ্চিনি বলেন, বোলোগনা থেকে ৩ হাজার, ফায়েনজা থেকে ৫ হাজার এবং রাভেনা থেকে ৫ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। পানিবন্দি অবস্থায় জীবন কাটাচ্ছে লক্ষাধিক মানুষ।
এমিলিয়া-রোমাগনা প্রাদেশিক সরকারের প্রেসিডেন্ট স্টেফানো বোনাক্কিনি বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই প্রদেশে এর আগে আমরা এত বৃষ্টিপাত দেখিনি। এটা একটি অভূতপূর্ব দুর্যোগ। এত বেশি বৃষ্টিপাত হয়েছে যে পানি নির্গমন ব্যবস্থাগুলোও কাজ করছে না।
এদিকে, প্রদেশটির সাথে অন্য শহরগুলোর যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। পানির নিচে তলিয়ে গেছে অধিকাংশ শহর ও গ্রাম।