পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এক আস্থা ভোটে নিজ জোটভুক্ত দল ফাইভ স্টারের সমর্থন হারানোর পর এই ঘোষণা দেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ই জুলাই) স্বেচ্ছায় এই ঘোষণা দেন দেশটির ৬৬ তম প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

তবে মারিওকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে পদত্যাগপত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা।

ইতালির জোট সরকারের সবচেয়ে বড় দল ফাইভ স্টার পার্টি দ্রাঘি সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ায়, পার্লামেন্টে তার সরকার আস্থা ভোটে হেরে যায়। তারপরও জোটের ২২৭ ভোটের মধ্যে দ্রাঘি ১৭২ ভোট পেয়েছেন।

২০১৮ সালের সাধারণ নির্বাচনে অখ্যাত দল ফাইভ স্টার দল পার্লামেন্টের এক তৃতীয়াংশ সিট দখল করে ইউরোপের রাজনীতিতে হৈইচৈই ফেলে দেয়। আগামী বছর দেশটিতে পার্লামেন্ট নির্বাচন। যদিও ফাইভ স্টার দল ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ঘুরে ফিরে ক্ষমতায় অধিষ্ঠিত আছেন।

ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট মারিও দ্রাঘি গত বছরের ফেব্রুয়ারিতে দেশটির জোট সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। প্রেসেডেন্ট ইতালির করোনা পরবর্তী পরিস্থিতি ও দেশটির স্থানীয় অস্থিতিশীলতা সামাল দিতে মারিওকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছিলেন। এখন তিনি মারিওকে পদত্যাগ না করে পার্লামেন্টে ভাষণ দিয়ে দেশের রাজনৈতিক অবস্থার আসল চিত্র তুলে ধরতে বলেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সাল থেকে এই পর্যন্ত মাত্র ৭৭ বছরে দেশটির সরকার ভেঙ্গেছে ৬৬ বার। চরম রাজনৈতিক ভঙ্গুর একটি দেশে পরিণত হয়েছে ইতালি।